আশাদুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি দৈনিক প্রভাতী বাংলাদেশ
কার ওসিলায় ফুটল ধরায় দীন-ইসলামের ফুল আঁধার হতে আলোর পথে
এলো মানবকূল? হেরার আলো কে ছড়াল কে আরবের চাঁদ? তিনি হলেন সবার প্রিয় রাসুল মুহাম্মাদ।
মুহাম্মাদ সাঃ
অন্ধকারে আলো নিয়ে এলেন মুহাম্মাদ তার ছোঁয়াতে হেসে ওঠে ঐ আকাশের চাঁদ।
সবাইকে দেন দীনের দাওয়াত ফোটান আলোর ফুল সকল যুগের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদ রাসুল।ঈদেমিল্লাদুনবী (সাঃ) উপলক্ষে চট্রগ্রাামের বোয়ালখালীর আকুবদন্ডী দরবারে গাউছে হাওলা, (হযরত শিবলী মঞ্জিল) হাওলাপুরী উদ্যোগে ও মাহফিলে তরিকতে গাউছে হাওলা কেন্দুয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায়,
প্রতি বছরের ন্যায় এবছরও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কেন্দুয়া পৌরশহরে, কোরআন খতম, জশনে জুলুস, মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।