এস এম আলমগীর হুসাইন
আজ রাতে আকাশে দেখা মিলবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। বিশ্বের বিভিন্ন হি প্রান্তের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য, যদি আকাশ মেঘমুক্ত থাকে।
পৃথিবী, সূর্য ও চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। তখনই ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ লালচে আভা ধারণ করে, যা সাধারণভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে চাঁদের উপর পড়ার ফলে এ রঙ দেখা যায়।
আজকের গ্রহণকে বিশেষ বলা হচ্ছে কারণ এটি এ বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস। পুরো গ্রহণ প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে, যার মধ্যে পূর্ণগ্রাস পর্যায় চলবে প্রায় ৮২ মিনিট। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং রাত সাড়ে ১০টার কিছু পর চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।
এই বিরল দৃশ্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াসহ পৃথিবীর একটি বড় অংশ থেকে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ সরাসরি এ গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন।
চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনো সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন হয় না। খোলা আকাশের নিচে দাঁড়ালেই খালি চোখে এই দৃশ্য দেখা যাবে। তবে শহরের কৃত্রিম আলো এবং মেঘাচ্ছন্ন আকাশ পর্যবেক্ষণে ব্যাঘাত ঘটাতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই গ্রহণ জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশে যারা আকাশ পর্যবেক্ষণে আগ্রহী, তাদের জন্য আজকের রাত স্মরণীয় হয়ে থাকবে।