মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) থেকে গণ ছুটিতে যাচ্ছেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ৫৯৫ জন কর্মকর্তা-কর্মচারী।
হঠাৎ এ সিদ্ধান্তে জেলায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র জানায়, বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়া এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা একযোগে ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর ফলে ফেনী জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ভোক্তারা বলছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, মিটার সমস্যাসহ যেকোনো জরুরি ত্রুটি মেরামতে সাড়া না পেলে চরম ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।
এ বিষয়ে সমিতির এক কর্মকর্তা জানান, দাবি আদায়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শেষ মুহূর্তে সমঝোতা হলে কর্মসূচি প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে।