সিলেট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আহমদ আলম গুরুত্বর অসুস্থ হয়ে সিলেট এম, এ, জি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার ৫ সেপ্টেম্বর রাত ১১.০০ টায় আলী আহমদ আলমের অসুস্থতার সংবাদ পেয়ে তাৎক্ষণিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।
এ সময় অসুস্থ যুবদল নেতা আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন। নেতৃবৃন্দ এ নেতার আশু সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ খান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুর উদ্দিন খান হাসান, সহ-সাধারণ সম্পাদক হেলিম খান মাসুদ, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমদ রাজু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার দাস, সহ কোষাধ্যক্ষ মোঃ সাদ্দাম, সহ-দপ্তর সম্পাদক মো: ইমরান আলী প্রমুখ।