মামুনুর রহমান টগর হরিণাকুন্ডু
ঝিনাইদহে হরিনাকুন্ডু উপজেলার ১ নং ভাইনা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের চাঁদ আলীর ছেলে মিলন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেন হরিনাকুন্ডু থানা পুলিশ।মিলন বাক প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর কার্ডও আছে বলে জানান মিলনের বাবা।
স্থানীয়রা জানায়,গত০১/০৯/২০২৫ রোজ সোমবারে মিলন মাগরিবের নামায পড়তে গিয়েই নিখোজ হয়। অনেক খোঁজাখুজির করলেও পাওয়া যাইনি যুবকের সন্ধান। দীর্ঘ ৭ দিন পর মিললো যুবকের লাশের সন্ধান।
মৃত যুবকের বাবা চাঁদ আলী বলেন, গত ৭ দিন আগে আমার ছেলে মিলন বাড়ি থেকে বেড় হলে রাত হলেও ফেরেনা বাড়িতে পরে জানতে পেরে অনেক খোঁজা খুঁজি করেও যায়নি পাওয়া আমার মিলন’কে।
এলাকাবাসীর চোখে পড়ে মিলন (১৮) যুবকের লাশ তৈলটুপী পাকড়া তলার মাঠ নামক স্থানে।পরে লাশটি হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার নেতৃত্বে শণাক্ত করা হয়। এবং সকল প্রকার তথ্য সংগ্রহ করেছি।
এ বিষয়ে হরিনাকুন্ডু উপজেলা র্নিবাহী কর্মকর্তা বি এম তারিক উজ জ্জামান বলেন লাশটির ব্যপারে কোনো কিছু জানা যায় নি। লাশটি ঝিনাইদহ মর্গে পোস্ট মার্টামের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে সকল তথ্য পাওয়া যাবে।