মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ১৫০০ তম উদযাপন। এ উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) নিরিবিলি যুব সংঘ ও যুব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ, যুবক, কিশোর ও শিশুদের অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন ইসলামিক পতাকা নিয়ে তারা আনন্দঘন পরিবেশে মিছিলে অংশ নেন।
মিছিলটি সাটুরিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে এসে মিলিত হয় হযরত সৈয়দ শাহ জয়নাল আবেদীন (রাঃ) মাজার শরীফে। মাজার প্রাঙ্গণে পৌঁছে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সেলিম হোসেন ও সৈয়দ সাজ্জাদ হোসেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের আয়োজন সাটুরিয়ার ধর্মপ্রাণ মানুষকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।