1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কর্মী অসুস্থ দেখতে ছুটে আসেন ইউনিয়ন বিএনপি সভাপতি সহ সকল অঙ্গ সংগঠন নেতৃত্ব বৃন্দ টংগিবাড়ীতে ম,দ,পা,নে প্রা,ণ গেল ৪ জনের, হাসপাতালে আরও ৩ রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে তা এ অঞ্চলে অশ্রুতপূর্ব ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান সড়ক দু,র্ঘ,ট,নায় নি,হ,ত, স্ত্রী আ,শঙ্কা,জ,ন,ক ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ঢাকাস্থ নলছিটি উপজেলা জাতীযতাবাদি ফোরামের সদস্য নবায়ন কার্যক্রম শুরু

রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে তা এ অঞ্চলে অশ্রুতপূর্ব

স্টাফ রিপোর্টার : ইমন রহমান
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ইমন রহমান

এই লোক মারা গেছে গত ২৩ শে আগস্ট।
১২ ফুট উঁচু স্থানে তাকে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে। তার কবর নির্মাণ করা হয় পবিত্র কাবা শরিফের আদলে। সুস্থ্য থাকা কালেই নুরুল পাগলা নিজেই ১২ ফুট উঁচু বেদি তৈরি করেন। এটা নিয়ে স্থানীয় উলামা, সাধারণ মুসুল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

ধর্মপ্রাণ মুসলমান বিক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে। আলোচনায় প্রথমে নুরুলের পরিবার এক সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। গত দুই তারিখে প্রথম আলোয় এ সংবাদ প্রকাশিত হয়।

দুদিন আগে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেও কোনো উত্তর পায় নি স্থানীয়রা। ঈমান আকিদা রক্ষা কমিটি গঠিত হয়। স্থানীয় প্রশাসনের সাথে কয়েকদফা বৈঠক করা হয়। তাতে দাবিটা করা হয় কা’বার আদলে নির্মিত এই কবরের উপরের কাঠামো ভেঙে সমান করে দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলন হয়, সেখানে জেলা জামায়তের আমির উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা ছিলেন। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল করাসহ বিভিন্ন দাবি জানায়।

অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভে বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতারাও বক্তব্য দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে মিছিল হয়। তাতে একদল লোক শাবল, বড় হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হাজির হয়।

প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী ‘এ সময় উপস্থিত আলেম–ওলামা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলেও ওই লোকজন মিছিল নিয়ে নুরুল হকের বাড়ির দিকে রওনা হয়।’

দুপক্ষে সংঘর্ষ হয়। ভিডিওতে দেখা গেছে কবর থেকে লাশ তুলে পেটানো হয় পরে পুড়িয়ে দেওয়া হয়।

কা’বার আদলে কবর নির্মাণ করে সেটাকে নিজের কা’বা বানাতে চাইলে সেটা মেনে নেওয়ার কোনও সুযোগ নাই। আবরাহাও ইয়েমেনে নিজের কাবা নির্মাণ করেছিল। আল্লাহ আবরাহাকে ধ্বংস করেছেন। ডিভাইন ইন্টারভেনশন বলে একটা বিষয় আছে। আল্লাহ ছাড় দিবেন না।

এখানে জনক্ষোভ বুঝে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপের আগেই প্রয়োজন ছিল। আজকে প্রশাসন বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে। পুলিশ, উপজেলা প্রশাসনের গাড়ি ভাংচুর হয়েছে।

যে দাবি ছিল কাবার আদলে নির্মিত কবর সমতল করার, সে দাবির প্রতি সবদলের মানুষেরই সমর্থন ছিল। কিন্তু বিক্ষুব্ধ জনতা যে কাজ করেছে এ কাজের মধ্য দিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বরং ভিন্ন দিকে গেছে।

ইসলামের সুস্পষ্ট বিধান হচ্ছে লাশকে কোনও ভাবেই পুড়ানো যাবে না। কবরস্থ করতে হবে অথবা বিশেষ পরিস্থিতিতে সমুদ্রে বা নদীতে ভাসিয়ে দেওয়া যাবে।

আল্লাহ কোরআনে বলেছেন, ‘আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি।’ ধর্ম হিসেবে ইসলাম কখনও হিউম্যান ডিগনিটি’র প্রশ্নে কোনও ছাড় দেয় না।

প্রশাসনের উদ্যোগ গ্রহণে শৈথিল্য এবং ভবিষ্যত ব্যবসার চিন্তা করে নূরুল পাগলার পরিবারের কবর প্রসঙ্গে বাড়াবাড়ি এই পরিস্থিতিকে জটিল করেছে। স্থাপনাটি ভেঙে ফেলার দাবি থাকলেও ব্যাপক চাপের মুখে রং পরিবর্তন করা হয়েছিল।

কিন্তু যারা উলামায়ে কেরামের বাধা উপেক্ষা করে কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে এই ব্যাপারকে লেজিটিমেসি দেওয়া যাবে না। মবের কোনও সীমা পরিসীমা বোধ নেই। কবর থেকে তুলে লাশ পুড়ানোর ঘটনার এই বাড়াবাড়িকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। কোনও পক্ষকেই সীমালঙ্ঘনের পথে যেতে দেওয়া যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট