বিশেষ প্রতিবেদন
চট্টগ্রাম সীতাকুণ্ডে আজ ৬ই সেপ্টেম্বর রোজ শনিবার ফৌজদারহাট এলাকার শাহ নেওয়াজ ইডেন পার্ক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির কর্মশালা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন,শহিদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এটি একটি গন মানুষের সংগঠন/দল।
এই সমাবেশে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক ফজলুল করিম নির্বাচন পরিচালক বাংলাদেশ জামায়াত ইসলামী, ভোটার ব্যবস্থাপনা ও কেন্দ্র পরিচালকদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন মোঃ শফিউল আলম সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলরা।