ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম স্যার এর সুযোগ্য নেতৃত্বে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের নিবেদিত টীম, যারা প্রতিনিয়ত আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে ছুটে যাচ্ছে স্কুল থেকে মাদ্রসা --কিন্ডারগার্টেন থেকে আপনার মহ্লল্লায়।
এইবার এগিয়ে আসার পালা আপনার আদরের সন্তান কে টাইফয়েড জনিত রোগ থেকে রক্ষা করার।
মনে রাখবেন এই একটি টীকাই হবে ভবিষ্যতে আপনার সন্তানের সুরক্ষা কবচ। তাই দেরী না করে আজই আপনার সন্তানের (৯মাস থেকে ১৫ বছর অথবা প্লে থেকে নবম শ্রেণী তে পড়ুয়া ছাত্র ছাত্রী )১৭ডিজিট এর জন্মসনদ নম্বর দিয়ে vaxepi.com এ রেজিস্ট্রেশন করুন।
ফেনী সদর মোটবী ইউনিয়ন এ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শত-ভাগ। TCV রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এবং সবুজ সাথী কিন্ডার গার্ডেন শত-ভাগ TCV রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।