সাটুরিয়ায় হযরত সৈয়দ কালুশাহ ফকির ও শাহসাব বাড়িতে বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত
মোঃ আব্দুল জলিল (পাশা), উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ):
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত সৈয়দ কালুশাহ ফকির (রহ.) এবং শাহসাব বাড়িতে ৪১তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কালুশাহ ফকিরের দরবার শরীফ ও শাহসাব বাড়ি সুসজ্জিত ও আলোকিত করে তোলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, প্রয়াত শিল্পপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী হারুন অর রশিদ মুন্নু খানের কন্যা আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা সৈয়দ গাজী সালাউদ্দীন। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন,
“২০১৮ সালে এই দরবার শরীফে আগমনকালে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ফেরত পাঠায়। আজ আবারও আপনাদের ভালোবাসার টানে আমি এখানে এসেছি। আগামি জাতীয় নির্বাচনে সবাই সজাগ থাকবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের ছায়া থেকে দূরে থেকে ধানের শীষের পক্ষে ভোট দিন।”
তিনি বক্তব্য শেষে শাহসাব বাড়িতে উপস্থিত হন।
শাহসাব বাড়িতে ওরশ মোবারক
একই দিনে ফুকুরহাটি শাহসাব বাড়িতে নকুল পীর সাহেবের ৪১তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। পীরজাদা মকুল পীর সাহেবের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে আফরোজা খানম রিতা উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি শাহসাব বাড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আশেকান ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গুণীজন, শিল্পী ও হাজারো অনুসারী উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির নিরাপত্তার স্বার্থে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জাহাঙ্গীর নিজস্ব উদ্যোগে পরিষদের ১২ জন গ্রাম পুলিশ নিয়োজিত করেন। তিনি ঢাকায় অবস্থান করেও সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়ে তদারকি করেন।
এই দুই দরবারে আয়োজিত পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ভক্ত, আশেকান ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উপচে পড়া।