শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর লাশ উদ্ধার, পাথারিয়ায় বিক্ষোভ
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
সুনামগঞ্জে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার শরীফপুর এলাকায় একটি ইটভাটার পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে,খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাথারিয়া বাজারে সর্বস্তরের জনগণ সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে যোগ দেন জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। বক্তারা বলেন,এটি শুধু একজন ব্যক্তিকে হত্যার ঘটনা নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খুনীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
স্থানীয় জনগণ ও জমিয়ত নেতাদের অংশগ্রহণে বিক্ষোভে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।