বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, চোরাচালান চক্রের ২ সদস্য গ্রেফতার
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে আন্তর্জাতিক বাজারে আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির সাপের বিষ (কোবরা ভেনম) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) বিকেল ৫টা ৫ মিনিটে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকার জনৈক এস.এম.এ ফেরদৌস (৭৪), পিতা-মৃত আঃ মজিদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে আনা বিরল প্রজাতির সাপের বিষ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। পরে ডিবি পুলিশের দল শহীদ নগরস্থ জনৈক আঃ রউফের বাড়ির দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালিয়ে এস.এম.এ ফেরদৌস ও তার সহযোগী মোঃ রমজান আলী (৫৫), পিতা-মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং-গোহাইল সূত্রাপুর, জেলা-বগুড়াকে আটক করে। অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টুনে থাকা ৫টি কাচের পাত্র উদ্ধার করা হয়। প্রতিটি কাচের পাত্রে ইংরেজিতে লেখা ছিল “RED DRAGON COMPANY, MADE IN FRANCE।” উদ্ধারকৃত সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ৪২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মহামূল্যবান সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রি করে আসছিল। এছাড়া, গ্রেফতার এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ঘটনার পর বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের বিরল প্রজাতির সাপের বিষ চোরাচালান রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।