পাটগ্রাম উপজেলায় অসহায় বাবা-মায়ের জন্য বাসস্থানের ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবী সংগঠন।
মোঃ ফেরদৌস আলম
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় হাতীবান্ধা পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ এ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার পাটগ্রাম পৌরসভায় ৮ নং ওয়ার্ডে অসহায় বাবা-মায়ের জন্য ঘর নির্মাণ করে দেন।
হাতীবান্ধা পাটগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশন। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পাটগ্রাম ও হাতীবান্দায় সমাজসেবা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনটির মূল লক্ষ্য, রক্তদান, ব্লাড ক্যাম্পিং,অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতা করা, আরো বিভিন্ন সমাজসেবা সামাজিক, কাজে দেখা যায়।
সংগঠনটি পরিচালনা করেন, প্রতিষ্ঠাতা,উপদেষ্টা,সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল কার্যকারী সদস্য বিন্দু।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করবো।
এবং তাড়া বলেন, প্রতিটি পরিবারে যদি একজন করে স্বেচ্ছাসেবী তৈরি হয় তাহলে সমাজে আর অসহায় ও দরিদ্র মানুষকে কষ্টে জীবনযাপন করা লাগবে না, বলে মনে করেন তারা। এবং সমাজসেবা ও সামাজিক উন্নয়নের কাজে এগিয়ে আসার জন্য আহ্বান করেন সবাইকে সংগঠনটি।