1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক নাজমুল হুদা কে মোবাইল ফোনে প্রা,ণ,না,শে,র হু,ম,কি নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় তৎপর নরসিংদী জেলা পুলিশ। কাহালুতে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা : টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর লাশ উদ্ধার, পাথারিয়ায় বিক্ষোভ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় অফিসার চয়েজ মদ ১২ বোতল আটক। রাজশাহীর কেশরহাট মহিলা কলেজে বৃক্ষরোপণ ও তাল বীজ রোপণ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে জাতীয় শিক্ষক ফোরামের কর্মশালা অনুষ্ঠিত। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপির ৩১ দফার বিকল্প নেই রহমত আলী রব্বান

নান্দাইলে মসজিদের খতিব নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ- আহত ১০

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নান্দাইলে মসজিদের খতিব নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ- আহত ১০

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের খতিব নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার বালিয়াপাড়া মহল্লার উত্তর বালিয়াপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নান্দাইল মডেল থানা পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, দীর্ঘ ৩৫ বছর ধরে ওই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইমাম মাওলানা আবুল খায়ের। সম্প্রতি মসজিদ কমিটির সভাপতি রোস্তম আলী নতুন খতিব নিয়োগের উদ্যোগ নেন এবং গত ৩ সেপ্টেম্বর মাওলানা মুফতি আনোয়ারুল হককে নিয়োগ দেন। তবে এলাকার একটি অংশ পূর্বের খতিবকে বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।

এ নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের খতিবকে বহাল রাখার নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে শুক্রবার জুম্মার নামাজে মাওলানা আবুল খায়ের বয়ান করলেও ইমামতি না করে তাঁর ছেলেকে দিয়ে নামাজ পড়ান। নামাজ শেষে নতুন খতিব বের হওয়ার সময় মুসুল্লীদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে মাওলানা আবুল খায়ের পক্ষের মাসুম, গেন্দু মিয়া, কামরুজ্জামান, মফিজুর রহমান ও বাহাদুর মিয়া এবং সভাপতি রোস্তম আলীর পক্ষের আব্দুল হালিম, মোফাজ্জল হোসেন, আবুল হোসেন, আবু তালেবসহ এক নারী আহত হন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রাক্তন খতিবপন্থী মুসুল্লী মোশারাফ হোসেন আঞ্জু, মনোয়ার হোসেন ও আব্দুল মতিন অভিযোগ করে বলেন, মসজিদ কমিটির সভাপতি রোস্তম আলী ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রাক্তন খতিবকে অপসারণের ষড়যন্ত্র করছেন।

অন্যদিকে সভাপতি রোস্তম আলী দাবি করেন, প্রাক্তন খতিব বার্ধক্যজনিত কারণে গত বছর থেকেই অবসর নেওয়ার কথা জানাচ্ছিলেন এবং সম্প্রতি মুসুল্লীদের সামনে শেষ জুম্মার নামাজের ঘোষণা দেন। কিন্তু একটি পক্ষ ষড়যন্ত্র করে তাঁকে বহাল রাখার চেষ্টা করছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমানে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট