নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় তৎপর নরসিংদী জেলা পুলিশ।
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেচেন মো.মেনহাজুল আলম,পিপিএম।
নবাগত পুলিশ সুপার যোগদানের পর থেকে উনার সার্বিক দিক-নির্দেশনায় জেলার সকল থানা/ইউনিটের সবাই
মাঠে থেকে শুক্রবার
(৫সেপ্টেম্বর)অদ্যবধি পর্যন্ত নিয়মিত মামলা/পরোয়ানামূলে ৪০ জন এবং প্রিভেন্টিভ ০৩জন,উদ্ধারজনিত ০২ জনসহ সর্বমোট ৪৫ জনকে গ্রেফতার করে নরসিংদী জেলা পুলিশ।
এর মধ্যে রায়পুরা থানা কর্তৃক ৫০(পঞ্চাশ)লিটার চোলাই মদ উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার এবং মাধবদী থানা পুলিশ কর্তৃক ১১ পিস ইয়াবা উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জেলার চলমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত ও আরো উন্নয়নের লক্ষ্যে টহল জোরদারকরণ,পূজামন্ডপ পরিদর্শন,মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।