নওগাঁ-১ আসনের ধানের শীষের কান্ডারী মোস্তাফিজুর রহমান
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই জাতির গণতন্ত্রের লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ। স্বৈরাচার, দুঃশাসন আর নিপীড়নের বিরুদ্ধে বারবার এই দলই জনগণের ভরসা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরের মতো এবারও যখন বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘনিয়ে এলো, তখন দেশজুড়ে নতুন করে উচ্ছ্বাস আর প্রত্যাশার সঞ্চার হলো। এরই অংশ হিসেবে নওগাঁ-১ আসন—নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মাটিতে অনুষ্ঠিত হয় এক অভূতপূর্ব জনসভা।সেদিনের সেই জনসভায় ঢল নামে হাজারো মানুষের। গ্রামের মেঠোপথ থেকে শুরু করে শহরের ব্যস্ত বাজার, খেত-খামার থেকে নদীর তীর—সবখান থেকেই মানুষ দল বেঁধে এগিয়ে আসে। ঢোল-করতাল আর উচ্ছ্বাসমুখর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাপাহারের আকাশ-বাতাস। মনে হচ্ছিল, জনগণের দীর্ঘদিনের জমে থাকা আকাঙ্ক্ষা ও আবেগ একসাথে বিস্ফোরিত হয়েছে।এই মহাসমাবেশের কেন্দ্রে ছিলেন মোস্তাফিজুর রহমান—ধানের শীষের প্রকৃত কান্ডারী। তার নাম উচ্চারিত হতেই জনতার কণ্ঠে ভেসে আসে বিশ্বাসের স্লোগান, ভালোবাসার ধ্বনি। তিনি সেই মানুষ, যিনি কেবল রাজনীতির মাঠে নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে উঠেছেন। প্রতিকূল সময়ে, নিপীড়নের অন্ধকারে, যখন অনেকেই পিছু হটেছে, তখনও তিনি অটল থেকেছেন বিএনপি’র আদর্শ আর জনগণের অধিকারের পক্ষে।মোস্তাফিজুর রহমান তার বক্তৃতায় তুলে ধরেন বিএনপি’র সংগ্রামী ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব। তিনি বলেন, ধানের শীষ মানে জনগণের আশা-আকাঙ্ক্ষা, ধানের শীষ মানে গণতন্ত্রের মুক্তি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আর সেই দৃঢ়তায় মিশে ছিল জনতার আস্থা।জনসভায় উপস্থিত মানুষের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর অঙ্গীকার। নারী-পুরুষ, তরুণ-যুবক, প্রবীণ সবাই যেন নতুন করে শপথ নিল—গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা একসাথে থাকবে। সেদিনের জনস্রোত স্পষ্ট করে দিল, ধানের শীষ এখনও জনগণের প্রাণের প্রতীক, আর মোস্তাফিজুর রহমান সেই প্রতীকের প্রকৃত কান্ডারী।
নওগাঁ -১ আসনের বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ছিল গণমানুষের ভালোবাসার স্রোতধারা। হাজারো মানুষের ঢল প্রমাণ করেছে, জনগণ এখনও গণতন্ত্র ও অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ। মোস্তাফিজুর রহমানের প্রতি এই অগাধ সমর্থন দেখিয়েছে—তিনি কেবল একজন প্রার্থী নন, তিনি জনগণের হৃদয়ের মানুষ, ধানের শীষের প্রকৃত কান্ডারী।