অধ্য ০৫-০৯-২০২৫ রোজ শুক্রবার বাংলাদেশ জাতীযতাবাদি দলের প্রধান কার্যালয়ের তৃতীয় তালায় ঢাকাস্থ নলছিটি উপজেলা জাতীযতাবাদি ফোরামের সদস্য নবায়নের কার্যক্রম শুরু হয়, নবায়ন কার্যক্রমে উপস্হিত ছিলেন, নলছিটি উপজেলা জাতীযতাবাদি ফোরামের সম্মানিত উপদেষ্টা জাতীযতাবাদি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারনসম্পাদক জেড আই কামাল, এছাড়াও উপস্হিত ছিলেন নলছিটি উপজেলার ভিবিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সহ প্রায় ২০০ শত সদস্য, এসময় ভিবিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে প্রয়জনুযায়ী ফর্ম হস্তান্তর করা হয়। প্রায় ১০০ টি ফর্ম পূরনস্বাপেক্ষে জমা করা হয়। জানা যায় আগামি ৩০-০৯-২০২৫ তারিখ পর্যন্ত ফর্ম জমা করা যাবে। এরপরে যাচাই বাচাই করার পরে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।