টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্রসহ আটক এক যুবক।
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি : জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাড়িয়ারকুল গ্রামে রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি অবস্থায় এলাকাবাসী সোহাগ নামের এক যুবককে সন্দেহজনক আটকে রেখে তার পরিবার কে খবর দেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে অরেবিন্দু বিশ্বাস, পিতা: মৃত্যুঞ্জয় বিশ্বাসের বাড়িতে ডুকে মোবাইলের লাইটের মাধ্যমে এদিক ওদিক লাইট মারতে থাকে।
পরবর্তী অরেবিন্দু বিশ্বাস, ও তার ভাই চোর বলে ওই ছেলে জড়িয়ে ধরে, পরে চিৎকার শুনে এলাকাবাসী সেখানে উপস্থিত হন।
স্থানীয়দের অভিযোগ এই ছেলে সোহাগ যে কাউকে খুন করার উদ্দেশ্যে এই বাড়ি ঢুকে।
এলাকাবাসী আরো জানান, সোহাগের কাছে দেশীয় অস্ত্র চাপাতি, খুর, সেভেন গিয়ার পাওয়া যায় ।
সোহাগ(২৮), বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মিলারকুল গ্রামের মাহাবুর শেখের ছেলে।
আটক সোহাগ গণমাধ্যম কর্মীদের জানান, আমি রুপা নামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করি। তাই তার সাথে দেখা করার উদ্দেশ্যে রুপার বাবার বাড়িতে রাতের বেলায় আসি। কিন্তু ভুল কর্মে রুপার বাড়ি না ঢুকে অন্য এক বাড়ি ঢুকে পরি।
পরে এলাকাবাসী ওই ছেলের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের খবর দেন। দুই পক্ষের মুরুব্বি মিলে সোহাগ নামের ওই যুবককে টুঙ্গিপাড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।