দীপক চন্দ্র দেব ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
বর্নাঢ্য আয়োজনে কুমিল্লার হোমনাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ রা সেপ্টেম্বর) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে উপজেলার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি ছিলেন জনাব ,অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি (কুমিল্লা বিভাগ)
আলোচনায় বক্তব্য রাখেন,উপজেলা বি়এনপির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক জনাব মোঃ মোজাম্মেল হক(ভিপি মুকুল), মোঃ সানাউল্লাহ সরকার সভাপতি পৌর শাখা। মোহাম্মদ জাকির হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা শাখা। মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হোমনা পৌর শাখা। আলহাজ্ব আব্দুল লতিফ সিনিয়ার যুগ্ন আহ্বায়ক হোমনা পৌর শাখা। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।