📰 সাপাহারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
📍 সাপাহার (নওগাঁ) প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ | মোঃ হামিদুর রহমান
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৪-/সেপ্টেম্বর /২০২৫ সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জনপ্রিয় নেতা ডাঃ মোঃ সালেকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মী বক্তব্যে বলেন—দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
আলোচনা সভার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়
Next