মোঃআরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শ্যামনগরে উপজেলায় নানাবিধ উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ শ্যামনগর উপজেলায় উন্নয়ন কর্মকান্ডে যা উদ্বোধন করলেন- উপজেলার প্রধান গেট , উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ “শ্যামল ছায়া”, আকাশলীনা ” কচিকাচার মেলা” শিশু পার্ক, কনফারেন্স রুম ” পুষ্প মালঞ্চ “,আকাশলীনা ঘাটলা “নোঙর”,
আকাশলীনা গেস্ট হাউজ “বনবিবি”। এ ছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ শেষে শ্যামনগর উপজেলা ক্যাম্পাসে লোকনাট্য ছাতিমতলায় সহস্রাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে “সুশিক্ষিত শিক্ষার্থী : সমুন্নত পৃথিবী” এ শ্লোগানে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী গোলাম মোস্তফা, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল সহ সাংবাদিক বৃন্দ, সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।