দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
সুনামগঞ্জে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে শান্তিগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা জমিয়ত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বাণীপুরী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজীনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ উপ্তিরপাড়ী ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুফিজুর রহমান ক্বাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আ. হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক হা. আ. রকিব, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকমল খান, ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।
পথসভায় বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নিখোঁজ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সুস্থ-সবল অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন,একজন সুপরিচিত আলেমে দ্বীনকে এভাবে নিখোঁজ করে রাখা দেশের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে উদ্ধার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”