মোঃ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী সদর হাসপাতালের বর্তমান অবস্থা:
ফেনী সদর হাসপাতালের সেবার পরিবেশ বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক।
হাসপাতালের আয়া থেকে শুরু করে নার্স, দারোয়ান থেকে টিকিট কাউন্টার—প্রায় প্রতিটি স্থানে দালাল নিয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। রোগীরা অভিযোগ করেছেন যে, এখানে প্রায় কোনো সেবা টাকা ছাড়া পাওয়া যায় না।
এমনকি, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধও শুধুমাত্র টাকা প্রদান করলে পাওয়া যায়; টাকা না দিলে ওষুধ দেওয়া হয় না।
সাধারণ রোগী ও পরিবারগুলো এই পরিস্থিতিতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
হাসপাতালের বাথরুমগুলোও অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। অনেকগুলো বাথরুম দুর্গন্ধযুক্ত এবং ব্যবহারযোগ্য নয়, যা রোগীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যহিতের জন্য হুমকি সৃষ্টি করছে।
এই অবস্থা হাসপাতালের সেবার মান ও রোগীর আস্থা উভয়ই ক্ষুণ্ন করছে। প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ, যাতে সাধারণ মানুষ বিনা অনুদান বা অতিরিক্ত অর্থ প্রদান করে সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত সেবা পেতে পারে।