পূর্বশত্রুতার জেরে যুবদল নেতাকে বেদডক
পেটালেন লোহাগাড়র একদল দুষ্কৃতিকারী
মুহাম্মদ নুরুল আমিন লোহাগাড়া চট্টগ্রাম
পূর্ব শত্রুতার জেরেএক যুবদল নেতাকে বেদডক পিটালেন একদল দুষ্কৃতিকারী জানা যায়
ভিকটিম বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নংওয়ার্ড পূর্ব শাম্বি এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদ মিয়ার পুত্র
ফারুক হোসেন ৪৩ সেই একজন অত্র ওয়ার্ডের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র যুব
দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায় ০৪/০৯/২০২৫ তারিখে লোহাগাড়া
উপজেলার আমিরাবাদ স্টেশনে ডায়াবেটিকস হসপিটাল নামের একটি ক্লিনিকে সুচিকিৎসার
জন্য নিয়ে আসেন বাবা শহীদ মিয়াকে তার ছেলে
ফারুক হোসেন চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন যেকোনো
জরুরী কাজে হসপিটাল থেকে বাইরে আসলে ৫/৭ জন দুষ্কৃতিকারি যে কোন অজুহাতে ফারুকের সাথে জামেলা লেগে যায় এই সুবাদে
ওই স্থান থেকে আমিরাবাদ পোস্ট অফিস এলাকায় নিয়ে যায় বলে ফারুক হোসেন ঘড়ির
কাটা তখন অনুমানিক দুপুর ১২:৩০টা নিয়ে যাওয়ার পর তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয় বলে জানাই ফারুক হোসেন এমনকি তার সাথে পুলিশ রিমান্ডের মত আচরণ করে ইয়াবা ট্যাবলেট পাচারকারী হিসাবে স্বীকারোক্তি মূলক বক্তব্য আদায় করে নিয়েছেন বলে জানাই ফারুক হোসেন। স্বীকারোক্তি মূলক বক্তব্য কেন দিয়েছেন জিজ্ঞাসা করলে সে বলে
দুর্বৃত্তদের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে বলতে বাধ্য হয়েছেন।
পরবর্তী ঘটনা যখন জানাজানি হয়ে যায়।
তখন ফারুক হোসেনের ভগ্নিপতি লোহাগাড়া থানা কে অবগত করে।তৎক্ষণিক লোহাগাড়া থানা টহল পুলিশ টিম লোহাগাড়া পোস্ট অফিস এলাকার একটি রুম থেকে তাকে উদ্ধার করে
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।