মোঃ মিজানুর রহমান উপজেলা প্রতিনিধি নাগরপুর টাঙ্গাইল,
দীর্ঘ তিন চার বছর ধরে নাগরপুর বটতলা হইতে নাগরপুর কাঁচাবাজার রোড, বটতলা হালকা বৃষ্টিপাত এ
হাঁটু পানি বেঁধে থাকে ।নাগরপুর বটতলা রোড দিয়ে প্রতিনিয়ত শত শত রিকশা ভ্যান এবং সাধারণ, পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী, চলাচল করে।
প্রতিনিয়ত এই রাস্তায় পানি বেধে থাকার মূল কারণকারণ হিসেবে, পথচারীসহ ব্যবসায়ীদের দাবি রাস্তার পাশে কোন প্রকার ,পানি বের হওয়ার জন্য ড্রেন না থাকায়, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়।
রাস্তা দিয়ে সাধারণ পথচারী সহ অটো সিএনজি আর অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে বিঘ্নতা ঘটে, এবং রাস্তায় পানি থাকার কারণে সাধারণ পথচারী ব্যবসায়ীদের দোকান ঘেঁষে চলাফেরা করে ,এতে করে ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ বিক্রয় বিঘ্নতা ঘটে এবং সাধারণ পথচারীরা চলাচল করতে বাধাগ্রস্ত হয় ।
সাধারণ ব্যবসায়ী সহ পথচারীদের একটাই দাবি নাগরপুর উপজেলার এই রাস্তার সংস্কার যেন অতি শীঘ্রই করা হয়, বর্তমানে রাস্তাটি সবচাইতে ব্যস্ততম রাস্তা এবং অবহেলিত রাস্তা হিসেবে পরিচিত।