1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি কমিটিতে অনিয়মের অভিযোগ

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটিতে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ আগস্ট ২০২৫ তারিখে বিকাল ৩টায় বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার সময় আহবায়ক মাহবুবুর মোরশেদ ভিডিওচিত্রের মাধ্যমে মিয়াফরকে সিনিয়র সহ-সভাপতি পদে ঘোষণা করেন। তবে পরবর্তীতে স্বাক্ষরিত কমিটিতে ওই পদে মিয়াফরের পরিবর্তে জিলাল উদ্দিনকে রাখা হয়।

অভিযোগকারী স্থানীয় ত্যাগী কর্মী মিয়াফর বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। আওয়ামী সরকারের দমন-পীড়ন সহ্য করেছি, কিন্তু কখনও দল থেকে সরে যাইনি। অথচ আমাদের মতো নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন না করে আমার পদ পরিবর্তন করে অন্যজনকে দেয়া হয়েছে। এটি আমাদের প্রতি অবিচার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাইকুরাটি ইউনিয়নের আহবায়ক মাহবুবুর মোরশেদ বলেন,

মিয়াফরকে আমরা সিনিয়র সহ-সভাপতি পদেই দিয়েছি। স্বাক্ষরিত কপিতে কম্পিউটারে ভুল হয়েছে। বিষয়টি দেখে আমরা তাকে বহাল রাখবো।

অভিযোগসমূহ ১. ভিডিওতে আমাকে সিনিয়র সহ-সভাপতি ঘোষণা করা হলেও পরে বাদ দেওয়া হয়েছে।২. দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

৩. ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পদ পরিবর্তন করা হয়েছে। দাবিসমূহ ১. পাইকুরাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি কমিটি দ্রুত পুনর্গঠন করতে হবে।

২. প্রকৃত ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ৩. আহবায়ক মাহবুবুর মোরশেদ ভুল স্বীকার করে সংশোধন করতে হবে।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত নেতাকর্মীদের ন্যায্য দাবি পূরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট