হোসেন হাওলাদার,(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে সর্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ ও শ্রীশ্রী রক্ষা কালী মন্দিরের সামনে রাতের আঁধারে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূজা উদযাপন পরিষদ দোকানটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতাদের অভিযোগ, মন্দিরের সামনে দোকানঘর নির্মাণ করায় পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রমে বাধার সৃষ্টি হবে। পরিষদের সভাপতি কেশব ঘোষ বলেন,
“মন্দিরের সামনের জায়গাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করায় পূজার সময় মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। তাই আমরা এই দোকানটি অপসারণ চাই।”
অভিযোগের বিষয়ে দোকান মালিক অনিক বৈদ্য বলেন, “আমাদের পরিবার বহু বছর ধরে ওই স্থানে ব্যবসা করছে। আমার দাদু থেকে শুরু করে বাবা ও কাকা পর্যন্ত এখানে ব্যবসা করেছেন। সরকার আমাদের বন্দোবস্ত দিয়েছে বলেই ঘর নির্মাণ করেছি।”
তবে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, বৈদ্য পরিবার দীর্ঘদিন ধরে খোলা জায়গায় ব্যবসা করলেও এবার হঠাৎ রাতের আঁধারে স্থায়ী দোকানঘর তুলেছে। বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী আবু সাঈদ মিয়া বলেন,
“যদি বৈধভাবে দোকানঘর নির্মাণ করে থাকে, তাহলে রাতের আঁধারে গোপনে কেনো ঘর তুলতে হলো? এভাবে কাজ করা সন্দেহজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
অন্যদিকে বাজারের কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, অনিক বৈদ্য পরিবার দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে, আগে ঘর ছিল না—এবার ঘর তৈরি করেছে।
মন্দিরের সামনে দোকানঘর নির্মাণ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।