মোঃ সুরুজ ঝিনাইদহ সংবাদ দাতা
ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা তালশার গ্রামের নিহত শাহাদাৎ হোসেন আজ সকালে গুরু নিয়ে তালশার উওর পাড়া মাঠে যান আজিজুল রহমান এর ড্রাগন বাগানে গেলে বাগানের চারিদিকে বৈদ্যুতিক তার সংযোগ করে রাখা তারের সাথে একপর্যায়ে কৃষক শাহাদাৎ হোসেনের গরু ড্রাগন বাগানে বৈদ্যুতিক তারের সাথে স্পষ্ট হলে কৃষক শাহাদাৎ হোসেন গরু টি বাঁচানোর চেষ্টা করলে তিনি সহ ঘটনা স্থানে মারা যান।
এলাকায় বাসি জানান নিহত শাহাদাৎ হোসেনে আপন ভাতিজা ড্রাগন বাগানে মালিক আজিজুর, সে বৈদ্যুতিক তার ড্রাগন বাগানে সংযোগ করায় এই নিয়ে এলাকাবাসী আজিজুর কে নিষেধ করলেও তিনি মানেন না,
এই ঘটনায় পরিবার সহ এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।