স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান আদিল গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা, পৌরসভা ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর ) বেলা ১১টায় গফরগাঁও পৌর শহরের মিনি স্টেডিয়ামে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার। সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক। দোয়া পরিচালনা করেন জেলা উলামা দলের সাবেক সভাপতি ক্বারি এখলাস উদ্দিন বাবুল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু, জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান এবং জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন—ময়মনসিংহে যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়েব সোহেল , পৌর বিএনপির সদস্য সেলিম আহমেদ গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোহাম্মদ খুররম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাহিবুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি , গফরগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাঈম হাসান, পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক আনসার উদ্দিন আহমেদ, ও ১০অস্থি ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি গেদু মেম্বার, পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান মুকুট, যুবদল নেতা কায়সার আহমেদ, ও যুবদল নেতা আদিলুর রহমান আদিল,যুবদল নেতা রুবেল, গফরগাঁও উপজেলর শ্রমিকদের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম পারভেজ,
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি রোকনুজ্জামান সরকার বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের জন্মদিন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক।”