মোঃ আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভিডব্লিউবি প্রকল্পের কার্ড দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন।ভোটমারী ইউনিয়নের কালিকাপুর শোলমারী ৪ নং ওয়ার্ড গ্রামের মোঃ শরিফুল ইসলাম নামের একজন ভুক্তভোগী।
এই মর্মে অভিযোগ দায়ের করেছেন যে ৪/৫/৬নং ওয়ার্ডের মহিলা সদস্য বুলবুলি খাতুন ও তার স্বামী রাশেদ আলম ভিডব্লিউবি প্রকল্পের কার্ড বরাদ্দ দেওয়ার কথা বলে ১ বছর আগে ৪ হাজার টাকা নেয়। কিন্তু পরবর্তীতে তালিকায় আমার নাম না থাকায় ভুক্তভোগী শরিফুল ইসলাম তার কাছে ৪ হাজার টাকা ফেরত চায়। টাকা ফেরত চাইলে বুলবুলি ও তার স্বামী রাশেদ আলম ভুক্তভোগী শরিফুল ইসলাম ও তার স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার ভয় দেখায়।
অভিযোগকারী শরিফুল ইসলাম জানান বুলবুলি ও রাশেদ আলমের কাছ থেকে আত্মাসাতকৃত টাকা ফেরত ও ভিডব্লিউবি প্রকল্পে সঠিক ভাবে যাচাই বাছাই করে তাদের মতো অসহায়, দরিদ্র পরিবারের সুবিচার পেতে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নিয়ে টাকা উদ্ধার করে দেয় এবং ভিডব্লিউবি কার্ড করে দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ায়।
অভিযোগের বিষয়ে বুলবুলি ও রাশেদের কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান শরিফুল ইসলাম যা অভিযোগ করেছে তা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এ কাজ করেছে। যে অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন মহিলা সদস্য বুলবুলি ও রাশেদ আলম