উলিপুর প্রতিনিধি:নয়ন ফারাজী
উলিপুরের বজরা ইউনিয়নের চর বজরা পূর্ব পাড়া পাকার মাথা যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৫:০০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলার জন মানুষের নেতা কুড়িগ্রাম ২৭ উলিপুর ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাফা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকায় প্রকাশক জননেতা আব্দুস সোবহান।
এই গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
উক্ত প্রতিযোগিতায় মায়ের দোয়া,পাগলা বাবা,দুরন্ত চিতা,রাজলক্ষী,ময়ূরপক্খী,ভাই ভাই বজরা,সাত ভাই মায়ের দোয়া সহ মোট ১২ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় যুবক মানিক মিয়া,রহিম বাদশা,নয়ন মিয়া,শাহাজাহান,জিল্লুর রহমান বকুল,হবিবর রহমান,সাবেক ইউপি সদস্য মালেক মিয়া সহ শতাধিক তরুণ ও যুবক এই প্রতিযোগিতার আয়োজন করেন।
হাজার হাজার দর্শনার্থী দীর্ঘদিন পরে তাদের এলাকায় এই গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন।তারা প্রতিবছর এইরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবী জানান।
উল্লেখ হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সিতু সংলগ্ন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।।