মো,মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
০৪ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার বিডি-১৯ হতে আনুমানিক ২ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং-২১৯৪০৩ মানচিত্র ৮৪/৪ সি) বিওপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ পশ্চিম দিকে পালংখালী (গোয়াল মারা) নামক স্থানে অবস্থান করে।
আনুমানিক ১০৩০ ঘটিকায় পালংখালী (গোয়াল মারা) রাস্তা হতে বালুখালী মেইন রোডের দিকে একটি ইজিবাইক আসতে দেখে কর্তব্যরত বিজিবি সদস্যে‘র পূর্ব নির্ধারিত সোর্সের বর্ণানার আলোকে সন্দেহ হওয়ায় ইজিবাইকের দিকে বিজিবি টহলদল অগ্রসর হলে ইজিবাইক চালক বিজিবির টহলদলকে দেখে ইজিবাইক রেখে চালক দৌড়ে পালিয়ে যায়।
টহলদল উক্ত ইজিবাইক তল্লাশী চালিয়ে চালকের সিটের পিছনে কালো টেপ দিয়ে পেচানো অবস্থায় ৫৯০ (পাঁচশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে, উক্ত ইজিবাইক আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতেও বিজিবি কর্তৃক এ ধরনের মাদক ও অন্যান্য দ্রব্যাদি পাচার রোধকল্পে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
২। এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়রী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও ইজিবাইক আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।