দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কমসুচীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যাতি পাবলিক লাইব্রেরিতে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মান্না রায়, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, উপ-সহকারী কমকতা বিপ্রজিত কুমার দেব, প্রোগাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, উত্তম হাওলাদার, জুনিয়র প্রোগাম অফিসার সঞ্জয় সিংহ প্রমুখ।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিবাচিত উপকারভোগী ১৭৬ জনের মাঝে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।