সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫ এর শুভ উদ্বোধন
মোঃ গোলাম মোস্তফা
জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)
আজ ৩রা সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্যালারিভর্তি দর্শকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন
সিরাজগঞ্জ পৌরসভা ও সিরাজগঞ্জ সদর উপজেলা।
সিরাজগঞ্জ পৌরসভা ১-০ গোলে জয়লাভ করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সিরাজগঞ্জ সদর উপজেলার গোলরক্ষক।