সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতির নিখোঁজ: প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা জমিয়ত মহাসচিবের
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তিনি গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।একজন আলেমে দ্বীন ও সংগঠকের এ ভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার,এলাকাবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যারপর নেই উৎকণ্ঠা বিরাজ করছেে। এমতাবস্থায় আমরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকতাপূর্ণ জরুরি সহযোগিতা কামনা করছি।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ সব কথা বলেন।
বিবৃতিতে তিনি সবার কাছে নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সুস্থতার সাথে নিরাপদ ফিরে আসার জন্য দোয়া চেয়ে আরো বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই।দ্রুততম সময়ের মধ্যে আমরা তার সন্ধান দাবি করছি। একই সাথে এই ঘটনায় কোন চক্রান্ত বা অপহরণের আলামত থেকে থাকলে তাও খুঁজে বের করার আহবান জানাচ্ছি।