সাতক্ষীরা সদর খানপুরে ৫৫তম বার্ষিকী উপলক্ষে দোয়া ও সওয়াব রেছানী মাহফিল অনুষ্ঠিত।
শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর খানপুর ৫৫ তম ওফাত বার্ষিকী দোয়া ও সওয়াব রেছানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ ই(সেপ্টেম্বর) এশার নামাজের পর দরবার শরীফ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো খানপুরের পীর হযরত মাওলানা শাহ্ সুফি _ইলাহি বক্স__ (রহ.)-এর ৫৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও সওয়াব রেছানী মাহফিল।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক, প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব।
তিনি তাঁর আলোচনায় বলেন, “আল্লাহর প্রিয়বান্দাগণ এ দুনিয়া থেকে চলে গেলেও তাঁদের ইলম, আমল ও খিদমতের মাধ্যমে তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকেন। খানপুর দরবার শরীফের পীর সাহেব (রহ.) ছিলেন তেমনই একজন আত্মনিবেদিত ও আল্লাহভীরু ওলী। তাঁর জীবনাদর্শ আমাদের পথ চলার দিশা দেখায়।”
তিনি আরও বলেন, “এই মাহফিল শুধু স্মরণ করার জন্য নয়, বরং আত্মশুদ্ধি ও ইমানী জিন্দেগি গড়ার অঙ্গীকার গ্রহণের এক মহান উপলক্ষ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরিদান, অনুসারী ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
মাহফিল শেষে মরহুম পীর সাহেব (রহ.)-এর মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। তাছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
স্থানীয় মাদ্রাসার ক্বারি ও ছাত্রদের তিলাওয়াত ও কাসিদা পরিবেশনায় মাহফিল ছিল অত্যন্ত
হৃদয়স্পর্শী। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন খানপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও তাঁর মুরিদানগণ।