ম্যাক্স হাসপাতাল চকরিয়ার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার।
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন (এম.এ)
প্রতিনিধিঃ চকরিয়া উপজেলা।
চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ম্যাক্স হাসপাতাল লিঃ চকরিয়া শাখার উদ্যোগে পল্লী চিকিৎসক-ধাত্রীদের দক্ষতা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে “স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার” হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ জন বাহাদুর ত্রিপুরা’র সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আক্কাস উদ্দিন ও ইসলামী সংগীত পরিবেশন করেন কম্পিউটার অপারেটর মোহাম্মদ আশেক উল্লাহ।
হাসপাতাল ম্যানেজার মঈন উদ্দিনের পরিচালনায় এবং এসিস্টেন্ট ম্যানেজার কাম সুপারভাইজার রায়হান মোহাম্মদ পামিরের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডমিন ডিরেক্টর ডাঃ নুরুল আমিন খান।
অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিসৎসক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেডিকেল ডিরেক্টর ডাঃ আবদুল মান্নান, ডাঃ মামদুহা রহমান ও ডাঃ নয়ন পাল।
এছাড়া সেমিনারে অংশগ্রহণকারী অর্ধশতাধিক ধাত্রী ও পল্লী চিকিৎসকদের মধ্য থেকেও অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় হাসপাতাল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।