মেহেরপুরে কৃষি কর্মকর্তার অস্বীকৃতি: তথ্য অধিকার আইন ছাড়া তথ্য দেবেন না সাংবাদিকদের
এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, তিনি কোনো সাংবাদিককে তথ্য অধিকার আইন ছাড়া কোনো তথ্য প্রদান করবেন না। সাংবাদিকদের অনুরোধে তিনি বলেন, “তথ্য অধিকার আইন অনুযায়ী লিখিত আবেদন ছাড়া কোনো ধরনের তথ্য দেওয়া সম্ভব নয়।”
এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, গণমাধ্যমকর্মীরা নিয়মিতভাবে কৃষি বিভাগের তথ্য সংগ্রহ করে জনস্বার্থে সংবাদ পরিবেশন করেন। কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তার এমন অবস্থান সংবাদকর্মীদের কাজে বড় বাধা হয়ে দাঁড়াবে।
সাংবাদিকরা মনে করছেন, সাধারণত গণমাধ্যমের অনুসন্ধান ও মাঠপর্যায়ের রিপোর্টিংয়ে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার কথা। কিন্তু দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার এই ধরনের মন্তব্য তথ্যপ্রবাহকে সীমিত করার শামিল।
এ বিষয়ে মেহেরপুরের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, তথ্য অধিকার আইন সাংবাদিকদের জন্য নয়, বরং সাধারণ জনগণকে সরকারি তথ্য সহজলভ্য করার জন্য প্রণয়ন করা হয়েছে। গণমাধ্যমের কাজই হলো তথ্য সংগ্রহ করে জনগণের কাছে তুলে ধরা। ফলে কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকদের কাছ থেকে আইন দেখানোর অজুহাত দিতে পারেন না!
তবে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তার অবস্থান স্পষ্ট করে বলেন, “আমাকে উপর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আইন অনুযায়ী লিখিত আবেদনের মাধ্যমেই তথ্য পাওয়া যাবে।”