মানিকগঞ্জে হযরত সৈয়দ কালুশাহ ফকিরের মাজারে ভেলা ভাসানো উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাওন্নারা (সওদাগর পাড়া) গ্রামে হযরত সৈয়দ কালুশাহ ফকিরের বাৎসরিক ভেলা ভাসানোর ওরশ মোবারক উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান এবং সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ বরকত মল্লিক।
আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত সৈয়দ কালুশাহ ফকিরের চতুর্থ বংশধর ও গদিনিশীন পীরজাদা সৈয়দ সালাউদ্দিন শাহ।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এ উপলক্ষে বাউল গান পরিবেশন করবেন জনপ্রিয় বাউল শিল্পী টুকটুকি ও অন্ধ বাউল নরেশ। এছাড়াও পরিবেশনা করবে কালুশাহ শিল্পীগোষ্ঠী।
স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ ওরশ মোবারককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।