নওগাঁর মহাদেবপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি অভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সফাপুর ইউপির হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি কালো
পাথরের (কষ্টি পাথর) মূল্যবান বিষ্ণুমূর্তিসহ হামিদপুর গ্রামের মৃত অশিনী কুমার মন্ডলের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের হোসেন আলীর ছেলে আশিক ইসলাম, মৃত হামিদুর রহমানের ছেলে রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে মহাদেবপুর থানায় হস্তাস্তর করা হলে আইনী প্রক্রিয়া শেষে বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। র্যাব জানান, গ্রেফতারকৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারগণ কালো পাথরের (কষ্টিপাথর) মূল্যবান বিষ্ণুমূর্তি পাচারকারী। তারা কালো পাথরের (কষ্টিপাথর) বিষ্ণুমূর্তি দেশের
বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে তা সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল ধৃত আসামি গৌতম, আশিক, রুবেল এবং দেলোয়ারগংদের গতিবিধি পর্যবেক্ষণ করে মঙ্গলবার সন্ধ্যায় কষ্টিপাথরের মূল্যবান বিষ্ণুমূর্তিসহ তাদের ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হন মহাদেবপুর থানা পুলিশ।