ভিপি নূরের উপর হামলাকারীদের গ্রেফতার ও জাপা নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার
ভিপি নূরুল হক নুর সহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলনে হামলা ও জাতীয় পার্টি ও চৌদ্দ দলের নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় , বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলি ঘুরে, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক ফেরদৌস আহমেদ, সদস্য সচিব তারিক জামিল ফয়েজী,সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, যুগ্ম সদস্য সচিব জনাব পারভেজ হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদনান হুসাইন বাকির, উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ ছাদেক আহমদ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবুল বাশার শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শফিউল্লাহ সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের নিষিদ্ধ সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানের পদত্যাগ দাবি করেন।