ভালুকায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি
মোঃমাহবুবুল আলম। মফস্বল সম্পাদক। দৈনিক প্রভাতী বাংলাদেশ।
ময়মনসিংহ জেলার, ভালুকা উপজেলার ১ নং উথুরা ইউনিয়নে, শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম (ফকির বাড়ি) ৩১ শে আগষ্ট রাতের আধারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে । এ বিষয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পত্র ও বাড়ির লোকজনের তথ্য মতে, এই বাড়ির বসবাসকারী পরিবারের সদস্য গন তাদের শহরে অন্যত্র বাড়ি থাকায়, এই বাড়িতে নিয়মিতভাবে কেউ বসবাস করাতেন না। ঈদ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে পরিবারের লোকজন এই বাড়িতে এসে বসবাস করতেন। সেই সুযোগে রাতের আঁধারে একটি চোর চক্র চারটি তালা কেটে দুটি রুমে প্রবেশ করে এবং সে রুম থেকে নগদ অর্থ, স্বর্নালঙ্কার, দামি শাড়ি ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা।
ধারণা করা হচ্ছে যে, চোর চক্রটি বাড়ির মেইনগেইট না খুলে ছাদের কিনায় কাঁঠাল গাছের মাধ্যমে ছাদে উঠে ঘরে প্রবেশ করে এবং সেই পথে মালামাল নিয়ে যায়। বাড়ির মালিক এ বিষয়টি সুস্ঠ তদন্তের মাধ্যমে চোর সনাক্তকরে শাস্তি দাবি করেন, সেই সাথে চুরি যাওয়া মালামাল ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।