বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজিনগরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক নজিরবিহীন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।বেলা ৩ টা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাজিনগর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে জমায়েত হন।বেলা ৪ টায় দিকে বিশাল এই শোভাযাত্রা শুরু হলে পুরো এলাকা রূপ নেয় উৎসবমুখর পরিবেশে।শোভাযাত্রার নেতৃত্ব দেন ১নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা বিএনপি সহ-সভাপতি,বিএনপির জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম ভিপি। তিনি শোভাযাত্রার শুরুতেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন—“বিএনপি এ দেশের মানুষের রক্ত-ঘাম-অশ্রু দিয়ে গড়ে ওঠা একটি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নেওয়া এই সংগঠন সবসময় জনগণের পাশে থেকেছে। আজকের এই বিশাল শোভাযাত্রা প্রমাণ করে, বিএনপি এখনও জনগণের আস্থার প্রতীক। আমাদের সংগ্রাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য।”তার বক্তব্যে বারবার উঠে আসে দলীয় ঐক্যের গুরুত্ব। তিনি বলেন, “আজকে যারা এখানে এসেছেন, তারা শুধু একটি শোভাযাত্রায় অংশ নিতে আসেননি। তারা এসেছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য লড়াইয়ের অঙ্গীকার করতে।”শোভাযাত্রায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—নুরুল হুদা, উপজেলা বিএনপির সদস্য
মহসিন রেজা, ১নং হাজিনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি,মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি,রেজাউল করিম সেলিম, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক-মামুন কবির মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক-নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য-জাহিদ হাসান মাসুম, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক-মোস্তাফিজুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য-ওমর আলী, পাচু ইউনিয়ন বিএনপি নেতা-এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও কৃষক দলের শতাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।শোভাযাত্রা শুরুর আগেই হাজিনগরের বিভিন্ন সড়ক মোটরসাইকেল ও দলীয় পতাকায় ছেয়ে যায়। নেতাকর্মীরা স্লোগান দেন— “গণতন্ত্র মুক্ত কর, দেশনেত্রী মুক্ত কর”, “তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ” ইত্যাদি। নারীরা ঘর থেকে বের হয়ে শোভাযাত্রাকারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। শিশু-কিশোররাও পতাকা হাতে দৌড়াতে থাকে।
পথিমধ্যে কয়েকটি স্থানে ফুল ছিটিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। অনেকে জানান, বহুদিন পর হাজিনগরে এ রকম উৎসবমুখর রাজনৈতিক কর্মসূচি দেখা গেল।শোভাযাত্রার সমাপনীতে নেতারা একে একে বক্তব্য দেন। উপজেলা বিএনপির প্রবীণ নেতা মো. শফিকুল ইসলাম বলেন, “যে দুঃসময়ে বিএনপির জন্ম হয়েছিল, আজ আমরা আবার সেই দুঃসময় অতিক্রম করছি। জনগণকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করব।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন কবির মতিন বলেন, “যুবসমাজই বিএনপির শক্তি। আজকের এই শোভাযাত্রা যুবকদের উচ্ছ্বাস প্রমাণ করে— বিএনপি আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী দল।”
ছাত্রদলের পক্ষ থেকে নাজমুল হক নাজু বলেন, “ছাত্রসমাজ গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। এবারও আমরা সেই ভূমিকা রাখতে প্রস্তুত।”রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ শোভাযাত্রা শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নয়; বরং এটি ছিল বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্ম। স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য ও জনগণের অংশগ্রহণ প্রমাণ করে— আগামী দিনে আন্দোলন-সংগ্রামে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।শোভাযাত্রার শেষে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।