পড়ালেখা জোড়া লাগানো গড়ে তোলা এ তিন প্রতিপাদ্য অন্তরে ধারণ করে নূরানী মুআল্লিমদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
পড়ালেখা, জোড়া লাগানো, গড়ে তোলা এ তিনটি প্রতিপাদ্য অন্তরে ধারণ করে নূরানী মুআ’লিম একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নূরানী তালিমুল কোরআন বোর্ড ফেনী শাখার উদ্যোগে একদিনের নূরানী মুআ’লিম প্রশিক্ষণ (জোড়) অনুষ্ঠিত হয়।
উত্তম উত্তপ্ত প্রশিক্ষণ সঞ্চালন করেন হযরত মাওলানা কারী ইসমাইল সাহেব।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় কদমতলা মদিনাতুল উলুম নুরিয়া মাদ্রাসায়।
মু’আল্লিম প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রশিক্ষক হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেব।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হাফেজ মাওলানা আবদুর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফেনী শাখার সম্মানিত সভাপতি ফেনী আলিয়া মাদ্রাসার নূরানী শাখার প্রিন্সিপাল জনাব মাওলানা ওমর ফারুক সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল করিম সাহেব।
মুআ’লিমদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিতয় পেশ করেন হাফেজ মাওলানা আবদুর রহমান সাহেব
বলেন যে, মুআল্লিম’ আন্তরের মাঝে ইলম সহিত দরদ মাখা আদর সোহাগ দিয়ে ও নিজের যোগ্যতা দিয়ে যে মু’আলিম ছাত্র- ছাত্রীদের পাড়া লিখা শিক্ষা দিবে সে হলো মু’ আলিম।
এবং পড়ালেখা, জোড়া লাগানো, গড়ে তোলা এ তিনটি প্রতিপাদ্য অন্তরে ধারণ করে নূরানী ছেলে মেয়েদেরকে গড়ে তুলবে সেই হলো প্রকৃত মু’আল্লিম।
আর ও নসিয়ত পেশ করেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব তিনি বলেন হযরত- জ্বীর উসুল অনুযায়ী যে মুআল্লিম’ মাদরাসাতে খেদমত করবে সে কোন দিন কোন কাজে বিপদে পড়বে না।
তিনি আর ও বলেন যে মুআ’লিম মাদরাসায় নিজের ছেলের মত কে অন্যের ছেলেমেয়েদের কে শিক্ষা দিবে সে মুআল্লিম দুনিয়াতে ও সুখি আখেরাতে ও সুখি হবে।