লক্ষ্মণ রায় পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দেবীগঞ্জে জনসমুদ্র দেখা গেছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার (২ আগস্ট) সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার থেকে বিএনপি এবং বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শুরু হওয়ার পূর্বে দলের নেতাকর্মীরা একটি বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। আলোচনা সভার শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং শহীদ জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৈহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রহীন পরিবেশ থেকে মুক্তি পেতে হলে বিএনপির নেতৃত্বেই দেশকে এগিয়ে নিতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবমুখর করে তোলে।