নাজিরপুর উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়
আরিফুল ইসলাম মিল্টন
উপজেলা প্রতিনিধি নাজিরপুর
(পিরোজপুর)
নাজিরপুর উপজেলা বিএনপি’র একটি অংশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠন আজ ০৩-০৯-২০২৫ ইং তারিখ সকাল ১১: ৩০ মিনিটে নাজিরপুর শহীদ জিয়া কলেজের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলটি নাজিরপুর উপজেলা বিভিন্ন সড়ক প্রদর্শন করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ করেন ।এই সময় আনন্দ মিছিল থেকে শহীদ জিয়া ও তারেক জিয়া এবং খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন । আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জেলে বসে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম খান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আকবার (চুন্নু) সাবেক ভাইস প্রেসিডেন্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য পিরোজপুর জেলা বিএনপির সদস্য জনাব হীরুয়ার রহমান মোল্লা ও নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব জহিরুল ইসলাম (বাদল) এবং উপজেলা বিএনপির যুগ আহবায়ক জনাব আলমগীর হোসেন খান সহ নাজিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল, কৃষকদল ,স্বেচ্ছাসেবক দল ,শ্রমিক দলের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিগত সরকারের আমলে আমরা এভাবে প্রাণ খুলে মিছিল মিটিং করতে দেয় নাই আজ আমরা আনন্দিত এবং তিনি আরো বলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের পিরোজপুর ১ আসনে ধানের শীষের নমিনেশন যাকেই দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে তার সাথে একযোগ কাজ করব।