টাইফয়েড কনজুগেট ভ্যাকিসিনেশন ক্যাম্পেইন কে সামনে রেখে রেজিষ্ট্রেশন বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
আসন্ন অক্টোবর এর ১২ তারিখ হতে শুরু হতে যাওয়া টাইফয়েড কনজুগেট ভ্যাকিসিনেশন ক্যাম্পেইন কে সামনে রেখে রেজিষ্ট্রেশন বৃদ্ধি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন।
( ১ টি মাদ্রাসা ও ১ টি স্কুল) ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়।
প্রতিষ্ঠান গুলো হচ্ছে আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল।
এসময় প্রতিষ্ঠান গুলোতে যেসব শিক্ষার্থীদের এখনো রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়নি তাদের রেজিষ্ট্রেশন দ্রুত সম্পন্ন করতে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের প্রতি মান্যবর সিভিল সার্জন মহোদয় তাগাদা প্রদান করেন।
এসময় রেজিষ্ট্রেশন করার পদ্ধতি সংবলিত লিফলেট সিভিল সার্জন কার্যালয় এর পক্ষ হতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয় এর সাথে এই পরিদর্শন টিমে অংশ নেন ফেনী পৌরসভার সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে.পি. সাহা মহোদয়, সিভিল সার্জন অফিস এর মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান মহোদয়, জেলা ইপিআই সুপার মহোদয়, পৌরসভার এমটি ইপিআই মহোদয়।