চিরিরবন্দরে জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর দিনাজপুর
চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৮টায় চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিটের সদস্য জনাব আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর জনাব আনিসুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও চিরিরবন্দর-খানসামা ৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী জনাব আফতাব উদ্দিন মোল্লা।
সম্মেলনে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা জামায়াতের থানা আমীর জনাব মোঃ রাশেদুল হক।
এসময় চিরিরবন্দরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪ শতাধিক কর্মীবৃন্দ ও উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।