কক্সবাজারে অ,স্ত্র,সহ দুই রোহিঙ্গা যুবক গ্রে,প্তা,র
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁহতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ ২রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাত ১২টার দিকে ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা বনবিট সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সমবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয় গগ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর বাসিন্দা মো. ইব্রাহীম (১৯) ও মো. সালাম (১৯)।
অভিযানে অংশ নেওয়া এসআই অনুপ ধর জানান, চেকপোস্টে তল্লাশির সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অবৈধ এলজি উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান অস্ত্রসহ রোহিঙ্গা যুবকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।