আন্তঃ কোন্দল ভুলে ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য আজ থেকে কাজ শুরু করুন
—— বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম
স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ(গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের আন্তঃ কোন্দল ভুলে গিয়ে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের জন্য আজ থেকে মাঠে কাজ শুরু করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিন থেকে সকলে শপথ নিন, নিজেদের সকল ভেদাভেদকে ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ শুরু করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা বিএনপির আয়োজনে কলেজ মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে বিশাল এক র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে মিলিত হয়।